তোমার আঙ্গিনা
শাকিল সোহান
ঘুমের ঘরে সপ্নে তুমার
এমনি চলা ফেরা।
আমার চারিদিক টা শুধু
তুমার সপ্নে ঘেরা।
তুমার বারির অই আংহিনা
ছাড়িতে চাহেনা মন।
ইচ্ছে করে কাটায় বসে
আমার বহুখন।
এক টা নজর মুখরতা,
মুখ টা দেখার আশে।
সময় আমায় যায়যে নিয়ে,
দেখবি কাঞ্চা বাঁশে।
No comments:
Post a Comment