Search This Blog

Wednesday, March 7, 2018

তোমার আঙ্গিনা

তোমার আঙ্গিনা

শাকিল সোহান

ঘুমের ঘরে সপ্নে তুমার
এমনি চলা ফেরা।
আমার চারিদিক টা  শুধু
তুমার সপ্নে ঘেরা।
তুমার বারির অই আংহিনা
ছাড়িতে চাহেনা মন।
ইচ্ছে করে কাটায় বসে
আমার বহুখন।
এক টা নজর মুখরতা, 
মুখ টা  দেখার আশে।
সময় আমায় যায়যে নিয়ে,
দেখবি কাঞ্চা বাঁশে।

No comments:

Post a Comment

৫টি ক্ষতি আপনার হতে পারে

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছো বেলা করে ঘুম থেকে ওঠার কুফল আমরা অনেকেই জানিনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বেলা করে ঘুম থেকে ওঠার...