Search This Blog

Tuesday, May 29, 2018

শুধু বলব

শুধু বলব
সোহানুর রহমান শাকিল


শুধু বলব বলে দেখ তুমি,
ভালবাস তুমি আমায়।
কাছ থেকে দুরে সবখানে যাব,
চাওয়া থাকে যদি তোমার।
ভালবাসি বলে একাকী আমি,
একে বেঁকে দেখি তোমায়।
তুমিও কি তাই পাবেনা আজিকে,
ডাকিলে দেখিতে আমায়।
মনের আশা পূর্ণ হোক,
ধন্য থাক তুমি।
হয় যদি হোক আমার জীবন,
শূন্য মরুভুমি।
চাঁদ বদনি মুখটা তোমার,
রাখবো লুকায়ে বুকে।
যাচ্ছেতাই হোকনা আমার,
তুমি থাক মহাসুখে।
যদি বা কখনো তোমারি কারনে,
ডুকরে ওঠে বুক।
সুখে থাক তুমি দেখে যাব আমি,
তাতেই আমার সুখ।

৫টি ক্ষতি আপনার হতে পারে

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছো বেলা করে ঘুম থেকে ওঠার কুফল আমরা অনেকেই জানিনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বেলা করে ঘুম থেকে ওঠার...