রাতে ঘরে ডুকতেই মনে হলো ছোট বোনটা কি ঘুমাই গেছে?
ডাকতে ইচ্ছে হলো,বুনু ও বুনু গুমাইছো?বিছানায় তাকিয়ে দেখি বিছানা খালি!ওহহো!তারতো বিয়ে হয়ে গেছে।সেতো এখন শশুর বাড়িতে থাকে।তার বিছানায় ঘুমিয়ে থাকে শুধুই স্মৃতিরা....মাঝে মধ্যে জেগে ওঠে
Search This Blog
Friday, May 31, 2019
Friday, March 22, 2019
মরীচিকা
নিজেরে করিবো মরিচিকা
আমি নিজেরে করিব মরিচিকা।।
চুম্বকে ছুটিয়া আইবো গুড়ে পিপিলিকা,
ওরে চুম্বকে ছুটিয়া আইবো গুড়ে পিপিলিকা।
আমি নিজেরে করিব মরিচিকা।।
চুম্বকে ছুটিয়া আইবো গুড়ে পিপিলিকা,
ওরে চুম্বকে ছুটিয়া আইবো গুড়ে পিপিলিকা।
নিজেরে করিবো আমি বন্ধুর মরিচিকা
আমি নিজেরে করিব আমার বন্ধুর মরিচিকা।
লোহা হইশা জীবন গেলো পাইনি বন্ধুর দেখা।
বন্ধু নাকি লোহাতে নয়,মরিচিকার লেখা।
মরীচিকার তরে বন্ধু চুম্বক হইয়া ছোটে,
নিজেরে রাখেনা ধরে গোলাপ হইয়া ফোটে।
বন্ধু নাকি লোহাতে নয়,মরিচিকার লেখা।
মরীচিকার তরে বন্ধু চুম্বক হইয়া ছোটে,
নিজেরে রাখেনা ধরে গোলাপ হইয়া ফোটে।
Subscribe to:
Comments (Atom)
৫টি ক্ষতি আপনার হতে পারে
হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছো বেলা করে ঘুম থেকে ওঠার কুফল আমরা অনেকেই জানিনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বেলা করে ঘুম থেকে ওঠার...