নিজেরে করিবো মরিচিকা
আমি নিজেরে করিব মরিচিকা।।
চুম্বকে ছুটিয়া আইবো গুড়ে পিপিলিকা,
ওরে চুম্বকে ছুটিয়া আইবো গুড়ে পিপিলিকা।
আমি নিজেরে করিব মরিচিকা।।
চুম্বকে ছুটিয়া আইবো গুড়ে পিপিলিকা,
ওরে চুম্বকে ছুটিয়া আইবো গুড়ে পিপিলিকা।
নিজেরে করিবো আমি বন্ধুর মরিচিকা
আমি নিজেরে করিব আমার বন্ধুর মরিচিকা।
লোহা হইশা জীবন গেলো পাইনি বন্ধুর দেখা।
বন্ধু নাকি লোহাতে নয়,মরিচিকার লেখা।
মরীচিকার তরে বন্ধু চুম্বক হইয়া ছোটে,
নিজেরে রাখেনা ধরে গোলাপ হইয়া ফোটে।
বন্ধু নাকি লোহাতে নয়,মরিচিকার লেখা।
মরীচিকার তরে বন্ধু চুম্বক হইয়া ছোটে,
নিজেরে রাখেনা ধরে গোলাপ হইয়া ফোটে।