Search This Blog

Friday, February 12, 2021

৫টি ক্ষতি আপনার হতে পারে



হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছো বেলা করে ঘুম থেকে ওঠার কুফল আমরা অনেকেই জানিনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বেলা করে ঘুম থেকে ওঠার কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।


বন্ধুরা বন্ধুরা বেলা করে ঘুম থেকে ওঠার একটি বদঅভ্যাস দর্শক বন্ধুদের অনেকেরই আছে হয়তো বদভ্যাসটি আপনারও আছে তাই চলুন জেনে আসি বেলা করে ঘুম থেকে ওঠার অভ্যাসটির কারণে যে

 #৫টি ক্ষতি আপনার হতে পারে।


১. নাম্বার আপনার দাঁত নষ্ট হয়ে যাবে বন্ধুরা যখন আপনি বেলা করে ঘুম থেকে উঠবেন লজ্জা শরম অবশ্যই তখন আপনি লজ্জায় আর দাঁত ব্রাশ করতে চাইবেন না ক্ষুধা তো আপনার লেগেই আছে আপনি খাবার টেবিল মুখি হাটা ধরবেন ব্রাশ না করেই খাবার গ্রহণের ফলে আপনার দাতে ব্যাপক একটি ক্ষতিসাধন হওয়ার সম্ভাবনা রয়েগেলো যখন অনেকদিন আপনি বেলা করে ঘুম থেকে উঠছেন আর অনেকদিন দাঁত মাজার কাজটি আপনার বাকি রয়ে যাচ্ছে তখন ধীরে ধীরে আপনার দাঁতটি নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে


২. বন্ধুরা আপনি যখন অনেকদিন যাবত দেরি করে ঘুম থেকে উঠছেন তখন সকালের এই সুন্দর ও স্বাস্থ্যকর সজীব হাওয়া থেকে আপনি অনেকদিন বঞ্চিত হচ্ছেন ফলে আপনার স্বাস্থ্য খারাপ হওয়াটাই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াবে অর্থাৎ দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস এর কারনে আপনার স্বাস্থ্য স্বভাবতই খারাপ হতে থাকবে।


৩.বন্ধুরা দেরিতে ঘুম থেকে ওঠার কারণে আপনার খাদ্যশক্তি হজমের যে ব্যাপারটি রয়েছে সেটি আপনার ধীরে ধীরে দুর্বল হতে থাকবে ফলে আপনার খাওয়া-দাওয়া কমে যাবে এই খাওয়া-দাওয়া কম হওয়ার কারণে আপনার স্বাস্থ্যের উন্নতি ব্যাহত হবে।


৪. বন্ধুরা আপনি দেরিতে ঘুম থেকে ওঠার কারণে অবশ্যই চাকরিটি হারিয়ে ফেলবেন অথবা আপনার ব্যবসায় প্রতিষ্ঠান আপনি খারাপ রকমের পারফরম্যান্স করতে শুরু করবেন যার কারণে আপনাকে দুর্ভোগ পোহাতে হতে পারে আপনার ব্যর্থতা আহার অনেকাংশেই বেড়ে যাবে দেরিতে ঘুম থেকে ওঠার একটি অভ্যাসের কারণে।


৫. বন্ধুরা আপনাদের রাতের ঘুমটা নষ্ট হয়ে যাবে যখন আপনি দেরিতে ঘুম থেকে উঠবেন তখন দেরীতে ঘুম আসা টা আপনার জন্য স্বাভাবিক একটি বিষয় হয়ে উঠবে ফলে আপনি চাইলেও খুব সহজে তাড়াতাড়ি রাত্রে ঘুমাতে যেতে পারবেন না চেষ্টা করলেও আপনি চোখ বুজে থাকলেও খুব সহজেই রাত্রে আপনি ঘুমাতে পারবেন না।


বন্ধুরা আশা করি যাদের দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস টি রয়েছে….

উপরোক্ত পাঁচটি বিষয়ে জানার পর অবশ্যই দেরিতে ঘুম থেকে ওঠার এই বদ অভ্যাস ত্যাগ করার জন্য প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

আর বন্ধুরা কী করলে আপনি দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস টি থেকে মুক্তি পেতে পারেন সেটা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকো।


 আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব কিভাবে দেরিতে ঘুম থেকে ওঠার বদঅভ্যাস থেকে আপনি মুক্তি পেতে পারেন সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন

 খোদা হাফেজ।


Friday, May 31, 2019

ছোট বোন

রাতে ঘরে ডুকতেই মনে হলো ছোট বোনটা কি ঘুমাই গেছে?
ডাকতে ইচ্ছে হলো,বুনু ও বুনু গুমাইছো?বিছানায় তাকিয়ে দেখি বিছানা খালি!ওহহো!তারতো বিয়ে হয়ে গেছে।সেতো এখন শশুর বাড়িতে  থাকে।তার বিছানায় ঘুমিয়ে থাকে শুধুই স্মৃতিরা....মাঝে মধ্যে জেগে ওঠে 

Friday, March 22, 2019

মরীচিকা

নিজেরে করিবো মরিচিকা
আমি নিজেরে করিব মরিচিকা।।
চুম্বকে ছুটিয়া আইবো গুড়ে পিপিলিকা,
ওরে চুম্বকে ছুটিয়া আইবো গুড়ে পিপিলিকা।
নিজেরে করিবো আমি বন্ধুর মরিচিকা 
আমি নিজেরে করিব আমার বন্ধুর মরিচিকা।
লোহা হইশা জীবন গেলো পাইনি বন্ধুর দেখা।
বন্ধু নাকি লোহাতে নয়,মরিচিকার লেখা।
মরীচিকার তরে বন্ধু চুম্বক হইয়া ছোটে,
নিজেরে রাখেনা ধরে গোলাপ হইয়া ফোটে। 

Monday, June 4, 2018

পদ মায়া

সোহানুর রহমান শাকিল

পিকচার মোডেই দিলাম এইটা..
কমেন্ট করলে লিখতে ভঅল লঅগবে ভাই যারা ফলো করবেন আমি তাদের প্রতি ...

Friday, June 1, 2018

একটা মেয়ের

https://tube2user.blogspot.com/2018/06/blog-post_1.html

একটা মেয়ের

এস আর সাকিল


একটা মেয়ের রুপলহরী, 
আপন প্রণয় জানিয়া। 
ছুটিয়াছি তার নাম টার লাগি,
শুনিতে পেয়েছি তানিয়া।
গলেতে ছিল রুপার মালা,
বরণ মনের মতন।
আপনার মন ফাঁকি দিয়ে মোরে ,
রাখিলো করিয়া যতন। 
ওই মালাতে কেমন জালা,
উঠাল কেমন ঝড়। 
কনের মায়ায় পাগল হয়ে,
সবিযে করেছি পর।
একটু ব্যাথার আভাস পেয়ে,
কষ্টকে নিয়ে বুকে। 
নিজেকে নিলাম আড়াল করে,
রাখিতে তাহারে সুখে। 
সবে ষোলো মাস পার হয়েছে,
আমার হাজার যুগ।
দেখিতে তাহারে পাইবনা আর,
স্কুলে পড়া মুখ।
কত কতক্খণ মুক্ত ভ্রমণ,
দেখিতে পাইনা তাহারে। 
তাহারো বিরহে আনারকলি, 
বিভরিয়া মরে আহারে।

মানুষ মানে


মানুষ মানে

সোহানুর রহমান শাকিল

শাকিল
মানুষ মানে ছোট্ট জীবন,
 বাবুই পাখির বাসা। 
এই জীবনেই মানুষ করে,
হাজার রকম আশা। 
পরকে তারা আপন করে, 
আপন কোরে পর। 
বৈশাখেতে বৃষ্টি নামায়, 
আশার মাসে ঝড়। 
বেদম প্রহার রাত্রি ভরে
 দিনে রাখে দুর।
কাছের মানুষ চিনতে
পারে গেলে বহুদুর। 
বেলাইনে চলে গেলেও 
আশায় চেয়ে থাকে। 
শত কথার মাঝেও যদি 
একটি কথা রাখে।
না হয় সে তার বন্ধু প্রিয়
 না হয় ঘরনী। 
ভাবনাবেশে আশার 
কেশে ভাসায় তরনী।

                                                                                                   srs

Tuesday, May 29, 2018

শুধু বলব

শুধু বলব
সোহানুর রহমান শাকিল


শুধু বলব বলে দেখ তুমি,
ভালবাস তুমি আমায়।
কাছ থেকে দুরে সবখানে যাব,
চাওয়া থাকে যদি তোমার।
ভালবাসি বলে একাকী আমি,
একে বেঁকে দেখি তোমায়।
তুমিও কি তাই পাবেনা আজিকে,
ডাকিলে দেখিতে আমায়।
মনের আশা পূর্ণ হোক,
ধন্য থাক তুমি।
হয় যদি হোক আমার জীবন,
শূন্য মরুভুমি।
চাঁদ বদনি মুখটা তোমার,
রাখবো লুকায়ে বুকে।
যাচ্ছেতাই হোকনা আমার,
তুমি থাক মহাসুখে।
যদি বা কখনো তোমারি কারনে,
ডুকরে ওঠে বুক।
সুখে থাক তুমি দেখে যাব আমি,
তাতেই আমার সুখ।

Wednesday, March 7, 2018

তোমার আঙ্গিনা

তোমার আঙ্গিনা

শাকিল সোহান

ঘুমের ঘরে সপ্নে তুমার
এমনি চলা ফেরা।
আমার চারিদিক টা  শুধু
তুমার সপ্নে ঘেরা।
তুমার বারির অই আংহিনা
ছাড়িতে চাহেনা মন।
ইচ্ছে করে কাটায় বসে
আমার বহুখন।
এক টা নজর মুখরতা, 
মুখ টা  দেখার আশে।
সময় আমায় যায়যে নিয়ে,
দেখবি কাঞ্চা বাঁশে।

৫টি ক্ষতি আপনার হতে পারে

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছো বেলা করে ঘুম থেকে ওঠার কুফল আমরা অনেকেই জানিনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বেলা করে ঘুম থেকে ওঠার...