মানুষ মানে
সোহানুর রহমান শাকিল
মানুষ মানে ছোট্ট জীবন,
বাবুই পাখির বাসা।
এই জীবনেই মানুষ করে,
হাজার রকম আশা।
পরকে তারা আপন করে,
আপন কোরে পর।
বৈশাখেতে বৃষ্টি নামায়,
আশার মাসে ঝড়।
বেদম প্রহার রাত্রি ভরে
দিনে রাখে দুর।
কাছের মানুষ চিনতে
পারে গেলে বহুদুর।
বেলাইনে চলে গেলেও
আশায় চেয়ে থাকে।
শত কথার মাঝেও যদি
একটি কথা রাখে।
না হয় সে তার বন্ধু প্রিয়
না হয় ঘরনী।
ভাবনাবেশে আশার
কেশে ভাসায় তরনী।
srs

No comments:
Post a Comment