Search This Blog

Monday, June 4, 2018

পদ মায়া

সোহানুর রহমান শাকিল

পিকচার মোডেই দিলাম এইটা..
কমেন্ট করলে লিখতে ভঅল লঅগবে ভাই যারা ফলো করবেন আমি তাদের প্রতি ...

Friday, June 1, 2018

একটা মেয়ের

https://tube2user.blogspot.com/2018/06/blog-post_1.html

একটা মেয়ের

এস আর সাকিল


একটা মেয়ের রুপলহরী, 
আপন প্রণয় জানিয়া। 
ছুটিয়াছি তার নাম টার লাগি,
শুনিতে পেয়েছি তানিয়া।
গলেতে ছিল রুপার মালা,
বরণ মনের মতন।
আপনার মন ফাঁকি দিয়ে মোরে ,
রাখিলো করিয়া যতন। 
ওই মালাতে কেমন জালা,
উঠাল কেমন ঝড়। 
কনের মায়ায় পাগল হয়ে,
সবিযে করেছি পর।
একটু ব্যাথার আভাস পেয়ে,
কষ্টকে নিয়ে বুকে। 
নিজেকে নিলাম আড়াল করে,
রাখিতে তাহারে সুখে। 
সবে ষোলো মাস পার হয়েছে,
আমার হাজার যুগ।
দেখিতে তাহারে পাইবনা আর,
স্কুলে পড়া মুখ।
কত কতক্খণ মুক্ত ভ্রমণ,
দেখিতে পাইনা তাহারে। 
তাহারো বিরহে আনারকলি, 
বিভরিয়া মরে আহারে।

মানুষ মানে


মানুষ মানে

সোহানুর রহমান শাকিল

শাকিল
মানুষ মানে ছোট্ট জীবন,
 বাবুই পাখির বাসা। 
এই জীবনেই মানুষ করে,
হাজার রকম আশা। 
পরকে তারা আপন করে, 
আপন কোরে পর। 
বৈশাখেতে বৃষ্টি নামায়, 
আশার মাসে ঝড়। 
বেদম প্রহার রাত্রি ভরে
 দিনে রাখে দুর।
কাছের মানুষ চিনতে
পারে গেলে বহুদুর। 
বেলাইনে চলে গেলেও 
আশায় চেয়ে থাকে। 
শত কথার মাঝেও যদি 
একটি কথা রাখে।
না হয় সে তার বন্ধু প্রিয়
 না হয় ঘরনী। 
ভাবনাবেশে আশার 
কেশে ভাসায় তরনী।

                                                                                                   srs

Tuesday, May 29, 2018

শুধু বলব

শুধু বলব
সোহানুর রহমান শাকিল


শুধু বলব বলে দেখ তুমি,
ভালবাস তুমি আমায়।
কাছ থেকে দুরে সবখানে যাব,
চাওয়া থাকে যদি তোমার।
ভালবাসি বলে একাকী আমি,
একে বেঁকে দেখি তোমায়।
তুমিও কি তাই পাবেনা আজিকে,
ডাকিলে দেখিতে আমায়।
মনের আশা পূর্ণ হোক,
ধন্য থাক তুমি।
হয় যদি হোক আমার জীবন,
শূন্য মরুভুমি।
চাঁদ বদনি মুখটা তোমার,
রাখবো লুকায়ে বুকে।
যাচ্ছেতাই হোকনা আমার,
তুমি থাক মহাসুখে।
যদি বা কখনো তোমারি কারনে,
ডুকরে ওঠে বুক।
সুখে থাক তুমি দেখে যাব আমি,
তাতেই আমার সুখ।

Wednesday, March 7, 2018

তোমার আঙ্গিনা

তোমার আঙ্গিনা

শাকিল সোহান

ঘুমের ঘরে সপ্নে তুমার
এমনি চলা ফেরা।
আমার চারিদিক টা  শুধু
তুমার সপ্নে ঘেরা।
তুমার বারির অই আংহিনা
ছাড়িতে চাহেনা মন।
ইচ্ছে করে কাটায় বসে
আমার বহুখন।
এক টা নজর মুখরতা, 
মুখ টা  দেখার আশে।
সময় আমায় যায়যে নিয়ে,
দেখবি কাঞ্চা বাঁশে।

৫টি ক্ষতি আপনার হতে পারে

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছো বেলা করে ঘুম থেকে ওঠার কুফল আমরা অনেকেই জানিনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বেলা করে ঘুম থেকে ওঠার...